• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় জনগণের হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপর্দ আওয়ামী লীগ নেতা বাবলু

নিজস্ব প্রতিবেদক,
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ১৬:১০ অপরাহ্ণ
ঢাকায় জনগণের হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপর্দ আওয়ামী লীগ নেতা বাবলু
সংবাদটি শেয়ার করুন....

বেনাপোল পৌরসভার নামাজগ্রামের আওয়ামী লীগ নেতা কামরুউজ্জামান বাবলুকে ঢাকায় সাধারণ জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। রাজধানীর একটি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ তারিখের পর থেকে কামরুউজ্জামান বাবলু সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবিরোধী বিভিন্ন চক্রান্তমূলক ও উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অবশেষে বৃহস্পতিবার ঢাকার ওই অফিসের সামনে উপস্থিত জনসাধারণ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় ঘটনাস্থলে কিছুক্ষণ উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, আটককৃত বাবলুর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।