• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ম যার যার, স্বাধীন রাষ্ট্র সবার: বেনাপোলে পূজা মণ্ডপে পৌর বিএনপি নেতাদের পরিদর্শন

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫, ২১:৩১ অপরাহ্ণ
ধর্ম যার যার, স্বাধীন রাষ্ট্র সবার: বেনাপোলে পূজা মণ্ডপে পৌর বিএনপি নেতাদের পরিদর্শন
সংবাদটি শেয়ার করুন....

“ধর্ম যার যার, স্বাধীন রাষ্ট্র সবার”—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত এর নেতৃত্বে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বেনাপোলের চারটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় সহ-সভাপতি আলহাজ্ব আতিকুজ্জামান সানি, সহ-সভাপতি শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আখতারুজ্জামানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পূজা মণ্ডপের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মতবিনিময় করা হয়। পূজা উদযাপন কমিটির নেতারা জানান, এবার তারা পূর্ণ উৎসাহ ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছেন এবং কোনো অসুবিধার সম্মুখীন হননি। তারা বিএনপি নেতাদের আন্তরিকতা ও খোঁজখবর নেওয়াকে প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত আলোচনায় বক্তব্য রাখেন। তিনি বলেন,
“বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারেন—এটাই আমাদের অঙ্গীকার।”
পরে তিনি ভক্তবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।