
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শেষে তিনি এ তথ্য প্রকাশ করেন।
সোমবার সকালে শুরু হওয়া এই মতবিনিময় সভায় নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ইসি সচিব জানান, অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সেনাসদস্যদের পাশাপাশি প্রায় দেড় লাখ পুলিশ ও সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন যে অবশ্যই নির্বাচন করার উপযোগী পরিবেশ বিদ্যমান। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাপ্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে সভায় এ বিষয়টি আলোচনা হয়নি।
লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে ইসি সচিব জানান, লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ already উদ্ধার করা হয়েছে এবং বাকিগুলো উদ্ধারের কাজ চলমান রয়েছে।