• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ১৫:০৯ অপরাহ্ণ
ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
সংবাদটি শেয়ার করুন....

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি এক সমাবেশে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আলোড়ন সৃষ্টি করেন তিনি। তবে মামলাটি হয়েছে সমাবেশস্থলে এক ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে।

বুধবার প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, তামিলনাড়ুর পেরাম্বলুর জেলার পুলিশ সুপার অফিসে শরৎকুমার নামে এক ব্যক্তি এ অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় থালাপতি বিজয় ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৪ সালে রাজনৈতিক দল টিভিকে প্রতিষ্ঠা করেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর রাজনীতিতে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসার চেষ্টা করছেন তিনি। চলতি মাসেই ঘোষণা দেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটিকে ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজগমের (ডিএমকে) বিরুদ্ধে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

মাদুরাইতে অনুষ্ঠিত দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় বলেন, ডিএমকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের ‌‘একমাত্র আদর্শিক শত্রু’। হাজারো সমর্থকের সামনে তিনি ঘোষণা দেন—
“টিভিকে কোনও রাজনৈতিক খেলা নয়; এটি একটি আদর্শ। এটি ক্ষমতায় থাকাদের জন্য একটি সতর্কীকরণ। কোটি কোটি মানুষ আমাদের সাথে আছেন। ২০২৬ সালের নির্বাচন হবে টিভিকে বনাম ডিএমকে।”

সমাবেশে তিনি কাচাথিভু দ্বীপ শ্রীলঙ্কার দখলমুক্ত করার প্রতিশ্রুতি দেন। একইসাথে তামিলনাড়ুর জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। বিশ্লেষকরা বলছেন, মাদুরাইয়ের এই সমাবেশ টিভিকে-র সবচেয়ে বড় শক্তি প্রদর্শন, যা অতীতের ঐতিহাসিক নির্বাচনসমূহের আবহ মনে করিয়ে দিয়েছে।

অভিনেতা থেকে রাজনীতিবিদে রূপ নেওয়া বিজয় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সরকারকেও তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে চেন্নাইয়ে পরিচ্ছন্নতা কর্মীদের গ্রেপ্তারকে তিনি ‘ফ্যাসিবাদী’‘অমানবিক’ হিসেবে উল্লেখ করেছেন।

ভোর/রিপন/আইটি