• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির হাই কমাণ্ডের কাছে অভিযোগ ভুক্তভোগী নারী, ভয়ভীতি প্রদর্শন করে দোকান দখল প্রাণ নাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৫, ১৮:১৩ অপরাহ্ণ
বিএনপির হাই কমাণ্ডের কাছে অভিযোগ ভুক্তভোগী নারী, ভয়ভীতি প্রদর্শন করে দোকান দখল প্রাণ নাশের হুমকি
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)র ব্রাহ্মনবাড়ীয়া জেলার সদর থানাধীন ২ নং বধুল ইউনিয়নের ( ৮ নং ওয়ার্ড ) যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান। ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তীতে গা ঝাড়া দিয়ে উঠেছেন। তার অত্যাচারে অতিষ্টি বধুল ইউনিয়নের বাসিন্দারা। এলাকায় গড়ে তুলেছেন নিজস্ব বাহিনী। চাঁদাবাজি অন্যের জমি দখলের ঘটনা অহরহ, পাশাপাশি এলাকার স্ব-ঘোষিত সরকারে পরিণত হয়েছেন তিনি।

সম্প্রতি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগ করেন আলেয়া বেগম নামে জনৈক ভুক্তভোগী নারী।

অভিযোগে আলেয়া বেগম জানান, তার স্বামীর মালিকানাধীন ব্রাহ্মনবাড়ীয়ার খাটিহাতা মৌজার খতিয়ান নং- ৩৪২/১, দাগ নং- ৯৪, ৬৬ জমির পরিমান ১.৮৩ শতাংশ জমিতে ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট দুই তলা ভবন নির্মান করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন তিনি । ভবনের নীচতলায় ১০টি দোকান রয়েছে। ইতিপূর্বে হাইওয়ে পুলিশ ফাড়ি হিসেবে সরকারকে তার স্বামী ভাড়া দেয়। আলেয়া বেগম বাংলাদেশ সময়কে বলেন, পরবর্তীতে পুলিশ ফাড়ি অন্যত্র চলে গেলে আব্দুর রহমান রাতের অন্ধকারে তার সন্ত্রাসী বাহিনীর সহযোগীতায় ভবনটি নিজের নিয়ন্ত্রনে নেয় ।

অভিযোগকারী আলেয়া বেগম উল্লেখ করেন , ইতিপূর্বে তার স্বামী স্বামী- মোঃ মতিউর রহমান বিদেশে কর্মরত ছিলেন। বড় ছেলে আকরাম একজন মেরিন ইঞ্জিনিয়ার, চাকুরীর কারনে বেশি ভাগ সময়ে বিদেশ থাকতে হয়। সেই সুযোগে উল্লেখিত বিএনপি নেতা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তাদের মালিকানাধীন ভবনের দোকান দখলে নেয়ার পায়তারা করে। প্রথমে দলীয় প্রভাব ও ক্ষমতা প্রদর্শন করে মোটা অংকের চাঁদা দাবী করা হয়। চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে তাদের ক্ষতিসাধন করা সহ দোকানপাট দখল করার জন্য অজ্ঞাতনামা সন্ত্রাসীসহ বেআইনী কার্যকলাপে লিপ্ত রয়েছে।

অভিযোগকারী আরও জানান, তিনি স্বাক্ষীসহ ঘটনাস্থলে গিয়ে গত ৫ সেপ্টেম্বর বেলা আনুঃ ৫টায় বিবাদীকে দোকান দখলের বিষয়ে জিজ্ঞাসা করলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের মারতে উদ্যত হয় এবং হুমকি দিয়ে বলে থানা পুলিশ করে কোন লাভ হবে না। আব্দুর রহমান ব্রাহ্মনবাড়ীয়া জেলার সদর থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২ নং বধুল ইউনিয়নের ( ৮ নং ওয়ার্ড ) যুগ্ম সাধারন সম্পাদক পদে থাকায় দলীয় প্রভাব খাটিয়ে প্রশাসনসহ সবখানে আধিপত্য বিস্তার করে চলেছে।