• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫, ১৫:৩০ অপরাহ্ণ
বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
সংবাদটি শেয়ার করুন....

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার আবেদনগুলো বৃহস্পতিবার (৬ নভেম্বর) এর মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৫ নভেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের জমা দেওয়া ভোটার নিবন্ধন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন অবশ্যই আগামী ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম শেষ হয়েছে, তাদের আবেদন সিএমএম (কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম) পোর্টালের এনআরবি মেনুতে পাওয়া যাবে। উপজেলা, থানা বা রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত করবেন। তদন্ত শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্ধারিত ছক অনুযায়ী এনআইডি মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠাতে হবে। এ ছাড়া, ১ সেপ্টেম্বর বা তার পরে জমা দেওয়া কোনো আবেদনের সঙ্গে যদি ডকুমেন্ট সংযুক্ত না থাকে, তবে সেগুলো বাতিল না করে শুধু প্রতিবেদন ছকে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ বলে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।