বেনাপোল পৌর এলাকার সর্বসাধারণের অবগতির জন্য পূর্বে ঘোষণা অনুযায়ী চলতি ২০২৫-২৬ অর্থবছরের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় সেপ্টেম্বর মাসের জন্য গর্ভবতী মায়েদের যাচাই-বাছাই কার্যক্রম আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
প্রতি ওয়ার্ড থেকে ২ জন করে গর্ভবতী মায়েদের আবেদন যাচাই-বাছাই শেষে সরকারি সহায়তার আওতায় আনা হবে। সহায়তা গ্রহণে আগ্রহী মায়েরা প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে আবেদন জমা দেন।
এছাড়া আজকের ধারাবাহিকতায় একই দিনে শার্শা উপজেলার মোট ১১টি ইউনিয়নে একই প্রক্রিয়ায় গর্ভবতী মায়েদের আবেদন বাছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে তারিখ ও সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিচ্ছে।
উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা জানান, বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে মা ও শিশু সহায়তা কার্যক্রম গর্ভবতী মায়েদের পুষ্টি, স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।