• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ২০:৩৫ অপরাহ্ণ
বেনাপোলে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....
  1. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে তুলে ধরতে যশোর জেলার বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
    এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান আক্তারসহ পৌর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়িত হলে দেশের রাষ্ট্রকাঠামো মজবুত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। এ লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।