• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান

ঢাকা
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১৬:২৭ অপরাহ্ণ
ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান

ছবি :: সংগৃীহিত

সংবাদটি শেয়ার করুন....

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানের অনুকূলে ১,২০০ (এক হাজার দুই শত) মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস. এইচ. এম. মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

ইলিশ রপ্তানির ক্ষেত্রে সরকার কিছু শর্ত আরোপ করেছে। শর্তাবলী হলো—

১. রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে।
২. এ অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
৩. শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।
৪. পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ থেকে প্রকৃত রপ্তানির পরিমাণ সংক্রান্ত সকল তথ্য-প্রমাণক দাখিল করতে হবে।
৫. অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না।
৬. প্রতিটি পণ্যচালান রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ ASYCUDA World System পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত করবে।
৭. এ অনুমতি কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়। অনুমোদিত রপ্তানিকারক নিজে রপ্তানি না করে কোনোভাবেই সাব-কন্ট্রাক্ট প্রদান করতে পারবেন না।
৮. সরকার প্রয়োজনে যে কোনো সময় এ রপ্তানি অনুমতি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।