• ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শার দাউদখালীতে গুলি ছুড়ে পালানোর সময় দুই সন্ত্রাসী আটক

শার্শা যশোর প্রতিনিধি
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫, ০০:৩৮ পূর্বাহ্ণ
শার্শার দাউদখালীতে গুলি ছুড়ে পালানোর সময় দুই সন্ত্রাসী আটক
সংবাদটি শেয়ার করুন....

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোঁসা উদ্ধার করেছে।

আটকরা হলেন—কালীয়ানী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইমরান হোসেন (৩৪) এবং পাঁচভুলোট গ্রামের আব্দুস সালামের ছেলে আরিফ পারভেজ (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদখালী গ্রামের নিকিরি পাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের সঙ্গে বিএনপি নেতা কুদ্দুস আলী বিশ্বাসের রাজনৈতিক বিরোধ চলছিল। সম্প্রতি বিএনপির একটি অংশ অভিযোগ করে যে, কুদ্দুস আলী বিশ্বাস আওয়ামী লীগপন্থীদের সহায়তা করছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বুধবার দুপুরে কুদ্দুস আলীর সমর্থক সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা আজিবর বদ্দীর ছেলে সাজু বদ্দির নেতৃত্বে ১০–১২ জনের একটি সন্ত্রাসী দল দাউদখালী গ্রামে হামলা চালায়। তারা স্থানীয় বিএনপি কর্মী আলী হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার ভাই জাকির হোসেনকেও মারধর করে।

এ সময় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে সাজু বদ্দি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আরও লোকজন এগিয়ে এলে হামলাকারীরা নিজেদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে। তবে গ্রামবাসী ধাওয়া দিয়ে দুই সন্ত্রাসী—ইমরান ও আরিফকে আটক করে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “আটক দুই সন্ত্রাসীকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।