• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ২০:১৮ অপরাহ্ণ
২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের বাছাইকৃত ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করে। যার মধ্যে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু অংশগ্রহণ করে।

সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী লঞ্চঘাট থেকে শুরু হয়ে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এসে শেষ হয়। পুরুষ সাঁতারুদের প্রায় ১০ কিলোমিটার ও মহিলা সাঁতারুদের প্রায় ৭ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করে সেনাবাহিনীর মো. ফয়সাল আহমেদ, দ্বিতীয় স্থান অর্জন করে নৌবাহিনীর পলাশ চৌধুরী, তৃতীয় স্থান অর্জন করে সেনাবাহিনীর নুরুল ইসলাম, ৪র্থ স্থান অর্জন করে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশিকুর রহমান এবং ৫ম স্থান অর্জন করে নিকলী সুইমিং ক্লাব এর মো. ইমরান।

মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা, দ্বিতীয় স্থান অর্জন করেন সেনাবাহিনীর মুক্তি খাতুন, তৃতীয় স্থান অর্জন করেন নৌবাহিনীর রুপা খাতুন, চতুর্থ স্থান অর্জন করেন সেনাবাহিনীর সালমা খাতুন এবং পঞ্চম স্থান অর্জন করেন গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল সরণীতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ; ফাতেমা তুল জান্নাত, জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জ।

এছাড়াও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।