পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ এবং কোনো পরিকল্পনা ছাড়াই এক কাঠার কম জমিতে ৬-৭ তলা ভবন নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার পুরান ঢাকার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


