• ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানী মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ২১:৫৮ অপরাহ্ণ
যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানী মালামাল আটক
সংবাদটি শেয়ার করুন....

যশোর সীমান্তে বিজিবি পরিচালিত এক অভিযানে বৃহৎ পরিমাণ চোরাচালানিক মালামাল জব্দ করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে রূপরেখা অনুসারে তৎপরতা চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করে।
অভিযানকালে উদ্ধারকৃত মালামালে রয়েছে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, থ্রি-পিস, মেলামাইন সেট ও বিভিন্ন ধরনের কসমেটিক্স। বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৩,৯৭,১৬০ টাকা (তিন লক্ষ সাতানব্বই হাজার একশত ষাট টাকা)।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের নিয়মিত তল্লাশি ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃত সমস্ত মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস গুদামে হস্তান্তর করা হবে।