• ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রেলওয়ের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫, ১৫:৪৭ অপরাহ্ণ
রেলওয়ের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সংবাদটি শেয়ার করুন....

রেলওয়ের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকার ক্ষতির অভিযোগে সংস্থাটির সাবেক ডিজি শামসুজ্জামানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের উপ-সহকারী পরিচালক হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

এ মামলায় রেলের সাবেক ডিজি শামসুজ্জামান, সাবেক মহাব্যবস্থাপক মিজানুর রহমান, হারুন অর রশীদ, প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরীসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ২০২৩ সালে পণ্য পরিবহন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ৩৫৮ কোটি টাকা ব্যয়ে ১২৫টি লাগেজ ভ্যান কিনে। কিন্তু যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতির কারণে এসব ভ্যান বর্তমানে প্রায় অচল অবস্থায় পড়ে আছে।

কারিগরি সহায়তা প্রকল্পে সমীক্ষা থাকা সত্ত্বেও কৃষক-ব‌্যবসায়ীদের প্রয়োজন বা বাজার যাচাই না করে ব্যক্তিস্বার্থে এই ভ্যান কেনা হয়। প্রয়োজন নেই জেনেও লাভ দেখিয়ে রেলওয়ের তৎকালীন কিছু কর্মকর্তা ও মন্ত্রণালয়ের যোগসাজশে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় করে ভ্যানগুলো কেনা হয়।