• ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫, ১৪:৩৪ অপরাহ্ণ
হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
সংবাদটি শেয়ার করুন....

ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। বৃহস্পতিবার নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণার রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। জয়নুল আবেদীন বলেন, আজকের দিনটি বাংলাদেশের মানুষের জন্য ঈদের দিনের মতোই আনন্দের। সর্বসম্মত সিদ্ধান্তে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দিয়েছেন। এখন দেশের মানুষ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো।’ বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগ সংবিধানে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করেছে এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। রায় ঘোষণার সময় আইনজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে এজলাস কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। এ রায়ে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। রায়ে উল্লেখ করা হয়েছে, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে। প্রধান বিচারপতিসহ সাত বিচারপতি সর্বসম্মতভাবে এ রায় প্রদান করেন।