
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মোঃ আনোয়ার হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনিক ও উন্নয়ন কর্মকান্ডে স্থবিরতা নেমে এসেছে বলে অভিযোগ উঠেছে।
রুটিন দায়িত্ব পালনের নামে মন্ত্রণালয় ভিত্তিক ও তার ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট নথিপত্র ব্যতীত কোন ফাইল সই করছে না বলে অভিযোগ উঠেছে। এতে করে এলজিইডির সামগ্রিক কর্মকান্ডে একটি স্থবিরতা সৃষ্টি হয়েছে।
এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলের ব্যক্তিবর্গের সাথে সখ্যতার অভিযোগ উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধ চরিতার্থ করেছেন।
ফ্যাসিস্ট সরকারের শাসন আমলের অনেক মন্ত্রী,সংসদ ও প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে সখ্যতা ছিল বলে এলজিইডি সূত্র দাবি করেছেন।
সম্প্রতি প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মোঃ আনোয়ার হোসেন তার পদোন্নতি এবং গ্রেট পরিবর্তনের জন্য মন্ত্রণালয় তদবির করে শেষ পর্যন্ত সফল হয়েছেন।
তিনি শুধু নিজের গ্রেড -৩ পরিবর্তন করে গ্রেড-২ হয়েছেন ।
অথচ তার সমসাময়িক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাবেদ করিম গ্রেড-৩ থেকে গ্রেট-২ উন্নতি হওয়ার কথা থাকলেও প্রধান প্রকৌশলী মো:আনোয়ার হোসেনের দায়িত্ব অবহেলার কারণে মো:জাবেদ করিম গ্রেড-২ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন।
এছাড়া এলজিইডির অচল অবস্থা নিরসনে কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির বিষয়টি আমলে না নিয়ে তিনি নিজের ভাগ্য পরিবর্তন ও পদোন্নতি নিয়েই তদবির করছেন। সূত্রে জানায়, মোঃ আনোয়ার হোসেন গ্রেড-২ থেকে গ্রেড-১ প্রাপ্তির প্রত্যাশায় মন্ত্রণালয় দৌড়ঝাঁপ শুরু করছেন।