• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিটি স্তরে স্বচ্ছতা, কাজের গুণগতমান ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে এলজিইডি: ফুলকাম বাদশা, নির্বাহী প্রকৌশলী,এলজিইডি নরসিংদী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ০০:৪৩ পূর্বাহ্ণ
জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিটি স্তরে স্বচ্ছতা, কাজের গুণগতমান ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে এলজিইডি: ফুলকাম বাদশা, নির্বাহী প্রকৌশলী,এলজিইডি নরসিংদী
সংবাদটি শেয়ার করুন....

নরসিংদী জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেঃ ফুলকাম বাদশা বলেন এই জেলার এলজিইডির প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এলজিইডির উপজেলা এবং জেলা পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, দায়িত্ব পালনের প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এলজিইডির কাজের সুনাম অক্ষুন্ন রাখার পাশাপাশি কিভাবে আরও বাড়ানো যায়- সেই ব্যাপারে কাজ করে যাচ্ছে এলজিইডি।

নরসিংদী জেলা এলজিইডির প্রতিটি কর্মকর্তা -কর্মচারী নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করবে এবং এলজিইডির ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট থাকবেন বলে তিনি সকলকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, তাঁদের প্রতিটি কর্মকাণ্ড এমন হতে হবে যাতে জনগণ তাঁদের ওপর আস্থা ও বিশ্বাসের বিকল্প কিছু না ভাবে।
এলজিইডি গ্রামীন অবকাঠামোর পাশাপাশি নগর উন্নয়নে দেশের ঐতিহ্যের স্মারক উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে মিশে রয়েছে এলজিইডিতে কর্মরত প্রতিটি কর্মকর্তা- কর্মচারীদের মেধা, শ্রম ও আন্তরিকতা।এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও একজন নাগরিক হিসেবে সরকারি কাজের পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বক্ষণিক প্রয়াস চালাবেন বলে প্রত্যাশা করেন।
দেশের চলমান উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

জেলা এলজিইডির সিনিয়র সহকারী মোঃশাহআলম মিয়া বলেন, জনগণ যাতে তাদের প্রত্যাশিত সেবা সহজে ও নির্বিঘ্নে পেতে পারে সেদিকে সব কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে আমরা গুনগতমান ঠিক রেখে টেকশই উন্হনয়নের জন্বেয কাজ করে যাচ্ছি। নির্মবাহী প্রকৌশলীর দিকনির্দেশনায় দ্রুত টেকসই গুণগত মান রেখে জুনের মধ্যে চলমান উন্নয়ন কাজ শেষ করার নির্দেশনা দিয়েছি।