
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার (১৭ নভেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরেও বিজিবি সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত বৃহস্পতিবার রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
বহুল আলোচিত এই মামলায় শেখ হাসিনার রায় কী হবে—এটাই এখন সবার নজর। তথ্যপ্রমাণ ও সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে সব অভিযোগই প্রমাণ করা গেছে বলে জানিয়ে প্রসিকিউশন আশা করছে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তারা সর্বোচ্চ শাস্তির আবেদন করেছেন এবং আদালত যেন সুবিবেচনার মাধ্যমে এ অপরাধে সর্বোচ্চ সাজা প্রদান করেন। অন্যদিকে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বিশ্বাস করেন তার ক্লায়েন্টরা খালাস পাবেন।
রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। আগাম তথ্যের দিকে রাখা হচ্ছে বাড়তি নজর, পাশাপাশি মাঠ পর্যায়ে সদস্যদের রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। ফোর্স সদর দপ্তরগুলো জ্যেষ্ঠ কর্মকর্তাদের মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। রাজধানীসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ মোড়, কেপিআই স্থাপনা, প্রবেশপথ ও সংবেদনশীল এলাকাগুলোতে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।