• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাহনেওয়াজ পারভেজ

ঢাকা
প্রকাশিত মে ১৯, ২০২৫, ১৬:২৯ অপরাহ্ণ
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাহনেওয়াজ পারভেজ
সংবাদটি শেয়ার করুন....

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডি পিএলসি) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদে স্থায়ী দায়িত্ব পেলেন শাহনেওয়াজ পারভেজ। তিনি এর আগে একই পদে চলতি দায়িত্বে ছিলেন।

সোমবার (১৯ মে) পেট্রোবাংলার এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পেট্রোবাংলার সুপিরিয়র সিলেকশন কমিটির মূল্যায়ন ও সুপারিশের ভিত্তিতে এবং গত ১৭ মে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৬০৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের এমডি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

শাহনেওয়াজ পারভেজ পেট্রোবাংলার কারিগরি ক্যাডারের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি তিতাস গ্যাসের এমডি হিসেবে যোগদানের পর থেকে চলতি দায়িত্বে ছিলেন। এবার তাকে পূর্ণকালীন এমডি হিসেবে পদায়ন করা হলো।

আদেশে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শাহনেওয়াজ পারভেজই তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।