• ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ : রাজউক চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫, ১৪:১১ অপরাহ্ণ
পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ : রাজউক চেয়ারম্যান
সংবাদটি শেয়ার করুন....
পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ এবং কোনো পরিকল্পনা ছাড়াই এক কাঠার কম জমিতে ৬-৭ তলা ভবন নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার পুরান ঢাকার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বিভিন্ন ভবনের সামনে থাকা অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেন এবং জানান, শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য অক্ষুণ্ন রেখেই নতুন করে পরিকল্পিত নগরায়নের উদ্যোগ নিয়েছে রাজউক। ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আরও বলেন, ভূমিকম্পে রাজধানীর কসাইটুলীতে রেলিং ভেঙে পড়া ভবনটির নকশা আগামী সাত দিনের মধ্যে প্রদর্শন করতে ব্যর্থ হলে ভবনটি সিলগালা করা হবে।

রাজউক চেয়ারম্যান জানান, একাধিক প্লট একত্র করে একটি ভবন নির্মাণ করলে আপাতত কিছু ক্ষতি হতে পারে, তবে নতুন ভবনের উচ্চতা ও সুবিধার কারণে সেই ক্ষতি পুষিয়ে আরও লাভবান হবেন মালিকরা; এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না।