• ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নানা আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ
বরিশালে নানা আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, গ্রাফিতি উদ্বোধন, শহীদ পরিবার ও আন্দোলন যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, র‍্যালি এবং জুলাই আন্দোলনভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।

সকালে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং গ্রাফিতি উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে ইসলামী ছাত্রশিবির একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। নগরীর আমতলা মোড়ে শহীদদের স্মরণে দেয়ালচিত্র এবং সবুজায়ন কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

বাকেরগঞ্জে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজনের নেতৃত্বে এবং গৌরনদীতে সাবেক সংসদ সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনসহ বিএনপি নেতাদের অংশগ্রহণে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কর্মসূচির অংশ হিসেবে সভা-সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা তারেক জিয়ার নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।

র‍্যালির অংশ হিসেবে ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) তারিখে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে গিয়ে শেষ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড ও স্লোগান বহন করেন। পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশে নথুল্লাবাদ চত্বরকে “জুলাই চত্বর” হিসেবে ঘোষণা করা হয়।

নেতারা সমাবেশে বলেন, আজকের দিনটি সাহস, আজাদি ও মুক্তির প্রতীক। শহীদদের আত্মত্যাগের পথ ধরে এগিয়ে যেতে হবে আগামী প্রজন্মকে।

এদিকে, বরিশাল জেলা পরিষদের বাস্তবায়নে দেয়ালচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার। সেখানে উপস্থিত ছিলেন প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা।

তারা বলেন, একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী দিনের বাংলাদেশ যেন য় দুর্নীতিহমুক্ত ও মানবিক—এমন প্রত্যাশাও জানান তারা।

               

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও চলচ্চিত্র প্রদর্শনী। বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর শাখা গণমিছিল ও সমাবেশ আয়োজন করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলও এ দিবস উপলক্ষে আলাদা কর্মসূচি পালন করে।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তিতে বরিশালের গৌরনদীতে বিজয় মিছিল ও সমাবেশের আয়োজন করে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল এবং নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম।

আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, গৌরনদী বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, শরীফ জহির সাজ্জাদ হান্নান, মোল্লা বশির আহমেদ পান্না, সাইয়্যেদুল আলম খান সেন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ মো. বখতিয়ার ও কামরুজ্জামান খোকন।