• ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

“বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন”

জুয়েল শাহিনঃ বরিশাল
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ২০:৩৮ অপরাহ্ণ
“বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন”
সংবাদটি শেয়ার করুন....

বরিশালে সাড়ে ৩ লাখের বেশি শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে বরিশাল নগরসহ গোটা জেলায় ৩ লাখ ৬৯ হাজার ৫৯০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে বরিশাল সিটি করপোরেশনে ৩০টি ওয়ার্ডে ৫৮ হাজার ৪৬০ শিশু এবং বরিশাল জেলার ১০ টি উপজেলার ২৫৮ টি ওয়ার্ডে ৩ লাখ ৬৯ হাজার ৫৯০ শিশু রয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও জেলা সিভিল সার্জনের আয়োজনে অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় স্ব-স্ব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উভয় সভায় জানানো হয়, সিটি করপোরেশন ব্যতিত বরিশাল জেলায় ছয় থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৩৪১ শিশুকে নীল রঙের এক লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে। অপরদিকে ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৭৬ হাজার ৭৮৯ শিশুকে লাল রঙের দুই লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে।