• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মতবিনিময় সভায় ধানের শীষ প্রতীককে বিজয়ের আহ্বান বিএনপির

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ১৮:১৫ অপরাহ্ণ
বরিশালে মতবিনিময় সভায় ধানের শীষ প্রতীককে বিজয়ের আহ্বান বিএনপির
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল, ৬ নভেম্বর ২০২৫ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল সদর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সঙ্গে মহানগর ও জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভাকে ঘিরে সকাল থেকেই সদর রোডে নেতাকর্মীরা মিছিল নিয়ে জমায়েত হন এবং উল্লাসের সঙ্গে নানা স্লোগান দেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে বরিশালে ঐক্যবদ্ধ হয়েছে জেলা ও মহানগর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। নেতৃবৃন্দ জানিয়েছেন, সকল স্তরের কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বরিশাল থেকে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দল যাকে মনোনয়ন দিয়েছে, তার পক্ষেই সবাই কাজ করবেন। দলের প্রার্থীকে বিজয়ী করে ধানের শীষের জয় নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। দলের মধ্যে কোনো বিভেদ নেই এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ভোট দিতে পারেনি। এখন সবাই ভোট দেয়ার অপেক্ষায় আছে।” তিনি আরও বলেন, “বিএনপির বিজয়ের জন্য এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। বক্তব্য দেন মহানগরের সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, জেলার সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আলম ফরিদ।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।