• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন নৌবহরে হামলার হুঁশিয়ারি ও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা খামেনির উপদেষ্টার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
মার্কিন নৌবহরে হামলার হুঁশিয়ারি ও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা খামেনির উপদেষ্টার
সংবাদটি শেয়ার করুন....

২১ জুন: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরিয়তমাদারি সরাসরি হুমকি দিয়েছেন, মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।

সিএনএন-এর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ‘ফোরদো পারমাণবিক স্থাপনায়’ হামলার জবাবে ইরান এখন পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন শরিয়তমাদারি। তিনি বলেন, “এখন আমাদের পালা, কোনো সংশয় বা বিলম্ব নয়।”

প্রথম লক্ষ্য: বাহরাইনে মার্কিন নৌঘাঁটি

টেলিগ্রামে কায়হানের একটি বিবৃতিতে শরিয়তমাদারির উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে,

“প্রথম পদক্ষেপ হিসেবে আমরা বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নৌবহরকে ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেট করব। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে, যাতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।”

বিশ্ব জ্বালানি সরবরাহে হুমকি

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই অঞ্চল বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

খামেনির প্রতিনিধির বার্তা

শরিয়তমাদারি দীর্ঘদিন ধরে ইরানের রক্ষণশীল রাজনৈতিক চিন্তার প্রতিনিধিত্ব করে আসছেন এবং অতীতে নিজেকে খামেনির সরাসরি প্রতিনিধি বলেও দাবি করেছেন। তার এমন হুঁশিয়ারি ইরানের নীতিনির্ধারকদের শক্ত অবস্থান প্রতিফলিত করে।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণাগুলো কেবল রাজনৈতিক নয়, বরং ভবিষ্যৎ সংঘাতের পূর্বাভাসও হতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ভয়াবহ রূপ নিতে পারে।