• ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে শর্ত শিথিল করতে বলেছি : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ১৭:৪১ অপরাহ্ণ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে শর্ত শিথিল করতে বলেছি : আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল / ফাইল ছবি

সংবাদটি শেয়ার করুন....

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে দেশটির দেওয়া শর্ত শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মালয়েশিয়া কয়েকটি বড় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়। এ কারণেই দেশটির দেওয়া শর্ত শিথিল করে যতটা সম্ভব বেশি রিক্রুটিং এজেন্সির জন্য সুযোগ উন্মুক্ত রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। মালয়েশিয়ার দেওয়া ১০টি শর্তের কয়েকটিতে বাংলাদেশ শক্ত আপত্তি জানিয়েছে। সময়সীমা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে কথা বলে দেখা গেছে, বেশির ভাগ শর্তই বাস্তবায়নযোগ্য নয়; এগুলো কার্যকর করতে গেলে আবারও সিন্ডিকেট গঠনের ঝুঁকি তৈরি হবে।

তিনি আরও বলেন, অল্প কয়েকটি বড় এজেন্সির সুযোগ সীমাবদ্ধ হলে তা সরকার চায় না। বরং যত বেশি সম্ভব এজেন্সির জন্য বাজার উন্মুক্ত রাখাই লক্ষ্য। এজন্যই শর্ত শিথিলের অনুরোধ জানানো হয়েছে। মালয়েশিয়ার পক্ষ থেকেও এসব বিষয়ে বিবেচনার আশ্বাস পাওয়া গেছে।

উপদেষ্টা জানান, শর্ত শিথিল ও শ্রমবাজার সর্বোচ্চ সংখ্যক এজেন্সির জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে।