• ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫, ১৪:৩৮ অপরাহ্ণ
মুশফিক-লিটনের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন....

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস একেবারে স্মরণীয় হয়ে থাকার মতো। নিজের ঐতিহাসিক শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। তার সঙ্গে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন লিটন দাসও। দুই তারকা ব্যাটারের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে রানের বিশাল পাহাড় গড়ে তুলছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৪১.১ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭৬ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। গতকাল ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ দিনের শুরুতে হামফ্রিসের প্রথম ওভারে রান পাননি। তবে পরের ওভারে জর্ডান নিলের তৃতীয় বলে এক রান নিয়ে শতকে পৌঁছে যান তিনি। শততম টেস্টে শতক হাঁকিয়ে নিজের ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি উজ্জ্বল অধ্যায়।

টেস্ট ইতিহাসে মাত্র ১১ জন ব্যাটার এ কীর্তি অর্জন করেছেন। মুশফিক হলেন সর্বশেষ সদস্য। একই সঙ্গে টেস্ট ইতিহাসে ৮৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেললেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এই মাইলফলকে তিনিই প্রথম। যখন সবার নজর ছিল মুশফিকের দিকে, তখন নিভৃতে দায়িত্ব পালন করে লিটন তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এটি তার প্রথম শ্রেণির ক্রিকেটের শততম ম্যাচও। বিশেষ এ ম্যাচটিকে সেঞ্চুরি দিয়ে উজ্জ্বল করলেন লিটন। তার আগের সেঞ্চুরি ছিল গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে।

গতকাল ২৯২/৪ স্কোরে প্রথম দিন শেষ করা বাংলাদেশ শক্ত ভিত্তিই পেয়েছিল। ওপেনিংয়ে ৫২ রানের জুটি আসে সাদমান ইসলাম (৩৫) এবং মাহমুদুল হাসান জয়ের (৩৪) ব্যাটে। একাদশে তিনে নেমে মমিনুল হক ফিফটি করেন এবং ৬৩ রানে আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন। তবে নাজমুল হোসেন শান্ত ৮ রানেই ফিরে যান। এরপর লিটন দাস নেমে মুশফিককে দুর্দান্ত সঙ্গ দেন। শততম টেস্টে সেঞ্চুরি করার পর ১০৬ রানে আউট হন মুশফিক। তার বিদায়ের পর লিটন মিরাজকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন। লিটনের ইনিংস থামে ১২৮ রানে। মিরাজ আউট হন ৪৭ রানে। সব মিলিয়ে ৪৭৬ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।