
যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল কাশিপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। অভিযানে ভারতীয় ফেনসিডিল, শাড়ি, কম্বল, থ্রি-পিস, শাল-চাদর ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। তবে অভিযানের সময় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।