সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। রবিবার রাতে ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে, যা এখনো থেমে থেমে চলছে। একটানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় সাময়িক জলজট দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। একপর্যায়ে বৃষ্টি পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান প্রথম আলোকে আজ সকালে জানান, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পরিমাপে, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ‘ভারী বৃষ্টি’ হিসেবে ধরা হয়। এর বেশি হলে তা ‘অতি ভারী বৃষ্টি’ হিসেবে বিবেচিত হয়।
আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যা ৬টায় ২৪ ঘণ্টার জন্য যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাফিজুর রহমান বলেন, ‘গতরাতে প্রচুর বৃষ্টি হয়েছে। তাই আজ কিছুটা কমতে পারে। ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে, আবার কমেও যেতে পারে।’ উত্তরের জেলা ও অঞ্চলগুলোতে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি হতে পারে।