বর্তমানে রাজনীতিতে পেশি শক্তির চেয়ে পরিচ্ছন্ন ও আদর্শবান নেতৃত্ব বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান।
তিনি আরও বলেন, এক সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের জন্য এক ধরনের পেশি শক্তির প্রয়োজন হতো। কিন্তু এখন সময় বদলেছে।
আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) ঢাকা মহানগর উত্তর ও তুরাগ থানা বিএনপি’র যৌথ উদ্যোগে রাজধানীর তুরাগ থানা এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজী মোঃ মোস্তফা জামান এসব কথা বলেন।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস, এম জাহাঙ্গীর হোসেন, এম, কফিল উদ্দিন, মোস্তাফিজুর রহমান শেগুন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, হারুন অর রশীদ খোকনসহ ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।