• ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার রায়কে ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতি’ বললেন আ স ম রব

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ২০:১৫ অপরাহ্ণ
শেখ হাসিনার রায়কে ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতি’ বললেন আ স ম রব
সংবাদটি শেয়ার করুন....

চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে ‘আইনের শাসনভিত্তিক কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এই রায় গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আইনের শাসন প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়নের একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের দায় নির্ধারণের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আন্দোলনের সময়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন বা গুম হয়ে নিখোঁজ হয়েছেন—তাদের পরিবারগুলোর জন্য এই রায় ন্যায়বিচারের আশা জাগিয়েছে। ঘোষিত রায় মনে করিয়ে দেয়, রাষ্ট্রের সর্বোচ্চ পদেও কেউ আইনের ঊর্ধ্বে নয়—এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি।

তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে রাষ্ট্র ও বিচারব্যবস্থা যথাযথ দায়িত্ব পালন করেছে—এমন ধারণা সমাজে ন্যায়বোধকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক হবে।