মার্কিন সেনাবাহিনী আগামী আট বছরে তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীর সামর্থ্য ৩০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ তথ্য ডিফেন্স নিউজকে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল শন গেইনি।
তিনি জানান, এ পরিকল্পনার আওতায় তিনটি নতুন ‘প্যাট্রিয়ট’ ব্যাটালিয়ন, পাঁচটি পরোক্ষ অগ্নি প্রতিরক্ষা ব্যাটালিয়ন এবং সাতটি কাউন্টার-আনম্যানড এয়ারক্রাফ্ট সিস্টেম যুক্ত করা হবে।
ডিফেন্স নিউজ আরও জানায়, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘর্ষ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সাইটটি পূর্বে জানিয়েছিল, কার্যকর ‘প্যাট্রিয়ট’ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়নের সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ১৮ করা হবে। এছাড়া, প্যাট্রিয়ট ব্যবস্থা সংবলিত একটি কম্পোজিট ব্যাটালিয়ন গুয়ামে মোতায়েন করার পরিকল্পনাও রয়েছে।