• ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা ডেস্ক
প্রকাশিত জুলাই ২, ২০২৫, ১৯:১৩ অপরাহ্ণ
মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা
সংবাদটি শেয়ার করুন....

র‍্যাংকিং, মাঠের সুবিধা—সব দিক থেকেই মিয়ানমার ছিল এগিয়ে। কিন্তু মাঠের খেলায় সেই শ্রেষ্ঠত্ব মানেনি বাংলাদেশের মেয়েরা। দাপুটে পারফরম্যান্সে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে তুলে নিয়েছে এক ঐতিহাসিক জয়। এই জয়ের ফলে শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপে খেলার সুযোগ পাবে লাল-সবুজের দল।

আজ ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে হারানোর নায়িকা ঋতুপর্ণা চাকমা। দলটির হয়ে দুটি গোলই করেন তিনি।

ম্যাচের ১৭তম মিনিটে ডি-বক্সে ড্রিবল করতে গিয়ে ফাউলের শিকার হন শামসুন্নাহার জুনিয়র। ফলে ফ্রি-কিক পায় বাংলাদেশ। নেওয়া শটটি প্রতিপক্ষের মানব-প্রাচীরে লেগে ফিরে এলে, ফিরতি বল থেকে দারুণ এক শটে গোল করেন ঋতুপর্ণা।

এরপর দ্বিতীয়ার্ধে, ৭১তম মিনিটে বাম প্রান্ত থেকে দুর্দান্ত এক দূরপাল্লার শটে বল জালে পাঠান ঋতু। গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল ঢুকে যায় জালে।

ম্যাচজুড়ে বাংলাদেশ ছিল আক্রমণাত্মক। রক্ষণভাগে ছিল দৃঢ়তা, মাঝমাঠে নিয়ন্ত্রণ, আর আক্রমণে ছিল ধার। সব মিলিয়ে এটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক মাইলফলক জয়।