• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিশুদের জিন ও বদনজর থেকে বাঁচানোর দোয়া

দোয়া

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ১৩:৪৩ অপরাহ্ণ
শিশুদের জিন ও বদনজর থেকে বাঁচানোর দোয়া
সংবাদটি শেয়ার করুন....

জিন ও বদনজরাদি থেকে শিশুদের রক্ষা করতে নিচের দোয়া পাঠ করে তাদের ওপর ফুঁ দিতে পারেন। এতে কারো বদনজর লাগবে না এবং জিনের প্রভাব থেকেও তারা নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ।

أُعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ

উচ্চারণ: উঈযুকা বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাহ, মিন কুল্লি শায়ত্ব-নিউ অ হা-ম্মাহ, অমিন কুল্লি আইনিল লা-ম্মাহ।

অর্থ: আমি তোমার জন্য আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাসমূহের মাধ্যমে প্রত্যেক শয়তানের ও বিষাক্ত প্রাণী থেকে এবং সকল প্রকার বদনজর থেকে মুক্তি চাইছি।

-(আবু দাউদ, হাদিস : ৪৭৩৭)