• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পরিবারের সদস্যদের নামাজি বানাতে যেই দোয়া করবেন

দোয়া

ইসলামিক ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
পরিবারের সদস্যদের নামাজি বানাতে যেই দোয়া করবেন
সংবাদটি শেয়ার করুন....

নিজের সন্তান বা পরিবারের অন্য সদস্যদের নামাজি করতে চাইলে নিচের দোয়াটি পাঠ করা যেতে পারে। এটি কোরআনের একটি আয়াত। ইনশাআল্লাহ, এর মাধ্যমে কল্যাণ লাভের আশা করা যায়—

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

উচ্চারণ: “রাব্বিজআলনী মুক্বীমাস স্বালা-তি ওয়ামিন যুররিয়্যাতি, রাব্বানা ওয়াতাক্বাব্বাল দুআ।”

অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানান। হে আমাদের প্রতিপালক! আমার দোয়া কবুল করুন।