• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সকাল থেকেই কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার ঘটনার পর সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
সকাল থেকেই কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে পুলিশ অবস্থান নিয়েছে। তবে সেখানে জাতীয় পার্টি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে দেখা যায়নি।

শনিবার সকালে কাকরাইলের অফিসের সামনে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।

দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানিয়েছেন, সকাল আটটা থেকেই তারা দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। পুলিশের সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকেও এসেছেন।

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ভোর/রিপন/আইটি