• ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মজিবর রহমান সরোয়ারের নামে ফেক আইডি থেকে মিথ্যা অপপ্রচার, প্রতিবাদের ঝড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১৯:১৫ অপরাহ্ণ
বরিশালে মজিবর রহমান সরোয়ারের নামে ফেক আইডি থেকে মিথ্যা অপপ্রচার, প্রতিবাদের ঝড়
সংবাদটি শেয়ার করুন....

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ ও মেয়র, বরিশাল সদর -৫ আসন থেকে বারবার নির্বাচিত(সাবেক) সাংসদ আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি বিশেষ মহল। সত্য প্রকাশ নামের একটি ফেক আইডি থেকে এ অপপ্রচার চলানো হচ্ছে। যা নিয়ে ইতিমধ্যে অনুসন্ধান এবং ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন মজিবর রহমান সরোয়ারের সমর্থকরা।
কর্মী সমর্থকদের অভিযোগ মজিবর রহমান সরোয়ারের জনপ্রিয়তা, সামাজিক অবস্থান এবং ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী এবং স্বার্থান্বেষী মহল মজিবর রহমান সরোয়ারের মানমর্যাদা ক্ষুন্ন ও রাজনৈতিক অবস্থান দুর্বল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সত্য প্রকাশ’ নামের একটি আইডিসহ ভূয়া ফেইসবুক আইডি খুলে তাতে বরিশাল তথা দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের মানুষ মজিবর রহমান সরোয়ারের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার করছে। ওই আইডি শেয়ার করে বরিশাল লিটন বাসার, বরিশাল দৈনিক ইত্তেফাক, বরিশাল নামের একটি ফেসবুক গ্রুপ থেকে। অনুসন্ধান করে দেখা গেছে নির্বাচন যত ঘনিয়ে আসছে মজিবর রহমান সারোয়ারের নামে ততোই অপপ্রচারের জাল ছড়াচ্ছে।
কেননা বরিশাল সদর ৫ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মজিবর রহমান সরোয়ারের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নাম প্রায় চূড়ান্ত। আর ঠিক তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের পাখা মেলছে। প্রশ্ন হচ্ছে ‘সত্য প্রকাশ’ ফেক আইডি হলেও বরিশাল দৈনিক ইত্তেফাক ওই ফেসবুক গ্রুপের এডমিন কে? সেখানে কিভাবে শেয়ার করা হলো? অনুসন্ধানে আরও দেখা গেছে বরিশাল সদর আসন থেকে একমাত্র মজিবর রহমান সরোয়ারকে প্রার্থী করা হলে আসনটি সহজেই নিশ্চিত বিএনপি’র জয়লাভ করা সম্ভাব। কিন্তু একটি ইসলামিক দল এই আসনটি নিয়ে খুব আশাবাদী। এখান থেকে সারোয়ারকে মাইনাস করতে পারলেই তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেক। ইসলামি দলটি কওমি ঘরানার এক সাংবাদিক দ্বারা যে অপপ্রচারের ধারা অব্যাহত রাখতে পারে তা উড়িয়ে দেয়া যায়না। কওমি ঘরানার ওই বিতর্কিত সাংবাদিক ২০২৪ সালের ৫ আগস্টের পরে বরিশাল প্রেসক্লাবের একটি আলোচনা সভাকে কেন্দ্র করে তার ফেসবুক আইডি থেকে মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছিল। বিতর্কিত এ সাংবাদিকের সার্বিক সহযোগিতা করে এক মাদকসেবী এবং গোঁফ ওয়ালা এক চিকনে সাংবাদিক। দেখা গেছে চিকনে সাংবাদিকের সাথে ইসলামি দলটির সাথে সখ্যতা অনেক বেশি। এছাড়া কওমি ঘরানার সাংবাদিক ইতিমধ্যে মজিবর রহমান সরোয়ার এর ভাই বরিশাল নতুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেনকে নিয়ে নানা মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রকাশ করে। যা হলুদ সাংবাদিকতার অংশ। তবে শত্রু ঘরের হোক আর বাহিরের হোক এটা যে মজিবর রহমান সরোয়ারের নমিনেশন ঠেকানোর অপমিশন তা স্পষ্ট। এদিকে প্রিয় নেতার বিরুদ্ধে অপপ্রচারে ফুঁসে উঠেছে বরিশালের কর্মী সমর্থকরা, নিন্দার ঝড় বইছে সর্বত্র। তাদের প্রতিক্রিয়ায় লেখেন যা হুবাহু তুলে ধরা হলো –
তীব্র থেকে তীব্রতর নিন্দা ও প্রতিবাদ_জানাই।
বরিশালে সত্য প্রকাশ নামে একটি ভুয়া আইডি থেকে একটি ভুয়া ও বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বরিশাল সদর-৫ আসনের বার বার নির্বাচিত সাবেক সফল সাংসদ,বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত সাবেক সফল মেয়র,বরিশালের গন মানুষের নেতা,জননেতা এ্যাড.মোঃমজিবর রহমান সরোয়ার ভাই সহ তার ভাইদের নিয়ে।একটি কুচক্রি মহল সর্বদাই বিএনপি’র নামে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন তথ্য ছড়ানোর অপচেষ্টা করছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ্যাড.মোঃ মজিবর রহমান সরোয়ার ভাই বরিশালের জনগন তথা বিএনপি নেতাকর্মীদের আস্থার স্থান ও ভালোবাসার প্রতিক।তিনি বরিশালের সকল আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সামনের দিনগুলোতেও দিবেন ইনশাআল্লাহ।
গত ২০২৩ সালের ২৮ শে অক্টোবর ঢাকার মহাসমাবেশে আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। ঢাকায় ৪ মাসের অধিক সময় জেলে ছিলেন,ফ্যাসিষ্ট আওয়ামীলীগের শত নির্যাতনের পরেও আওয়ামীলীগের সাথে কোন আঁতাত কোনদিনই করেন নি।যিনি শহীদ জিয়া পরিবারকে ছেড়ে কোথাও কোনদিনই যান নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে যিনি আজ পর্যন্ত রাজনীতি করছেন তার মতো একজন ত্যাগী নেতাকে নিয়ে মরহুম সাংবাদিক লিটন বাশারের ফেইসবুক পেইজ দিয়ে সত্য প্রকাশ অনলাইন যে ভূয়া,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ ছড়ানোর অপচেষ্টা করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের নিউজ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় এর বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে,বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না।
বিবৃতি দাতারা হলেন,
বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্বাসউদ্দীন বাবলু, আলমগীর হোসেন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, বিভাগীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাসুদ হাসান মামুন, মহানগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল আল হুসাইন মামুন , এ, এস, এম রাসেল কবির, মহানগর যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির,যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাব্বির সহ শ্রমিক দল যুবদল ছাত্রদল মৎস্যজীবীদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।