বরিশালের হিজলায় “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষিদ্ধকালীন সময়ে আইন বাস্তবায়ন জোরদার করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইলিয়াস সিকদার।
আয়োজন করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় ও উপজেলা প্রশাসন, হিজলা । সভায় ইলিশের প্রজনন মৌসুমে জাটকা ও মা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত রোধে কঠোর নজরদারি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সচেতনতা বৃদ্ধির উদ্যোগ ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, জেলে প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ও দেশের অন্যতম প্রধান সম্পদ। টেকসই ইলিশ উৎপাদন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময় সবাইকে মেনে চলতে হবে।