
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে সরকারকে দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, দেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বৈরাচারদের পতন ঘটিয়েছে; নতুন কোনো ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী শাসন জনগণ মেনে নেবে না। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে সরকার বারবার অনিশ্চয়তা তৈরি করছে, তাই অবিলম্বে তফসিল ঘোষণা করে নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সিপিবির জাতীয় সমাবেশে তিনি এসব বক্তব্য দেন। মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, দেশ বর্তমানে এক সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত করা হয়েছিল, ভারতের কিংবা মার্কিন সাম্রাজ্যবাদের নতুন নিয়ন্ত্রণে আবদ্ধ হওয়ার জন্য নয়। তার দাবি, বর্তমান ক্ষমতাসীন সরকার পরিকল্পিতভাবে দেশকে মার্কিন ভূরাজনৈতিক স্বার্থের অনুগত করছে, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করবে। সিপিবির এ সাবেক সভাপতি আরও মনে করেন, জাতীয় নির্বাচনের দিনে ‘গণভোট’ করার যে প্রস্তাব ড. ইউনূস দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়; তারা ঐকমত্যের কথা বলে একটি ভুয়া দলিল তৈরি করেছে। সাংবিধানিক আদেশ বলবৎ করে সরকার যা করতে যাচ্ছে, গণভোটের মাধ্যমে তার বৈধতা নিশ্চিত হবে না। ঐকমত্যের বাইরে কোনো বিষয় চাপিয়ে দেওয়ার সুযোগ নেই এবং নতুন মোড়কে পুরোনো ব্যবস্থাকে স্থায়ী করার চেষ্টা করছে সরকার।