• ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫, ১৫:৫৩ অপরাহ্ণ
রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
সংবাদটি শেয়ার করুন....

২০২৪ সালের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর পুনরায় শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। রবিবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাসহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আবেদনও তারা করেছেন। তিনি বলেন, আমরা ট্রাইব্যুনালে তার (শেখ হাসিনা) সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি।

শুধু তাই নয়, একই সঙ্গে এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মামলার ভিক্টিম, শহীদ ও আহত পরিবারের কাছে হস্তান্তরের আবেদনও জানানো হয়েছে। তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে যা আদেশ দেবে, প্রসিকিউশন সেটাই মেনে নেবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন এবং রায়টি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।