• ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ক্যাম্পাস প্রতিনিধি, রাবি
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ২০:১৮ অপরাহ্ণ
রাবিতে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সংবাদটি শেয়ার করুন....

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর- এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে ফুলকুঁড়ি আসর রংধনু (রাজশাহী বিশ্ববিদ্যালয়) শাখার উদ্যোগে ‘শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

‘মনোবল, সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত’ স্লোগানে রবিবার (১৬ নভেম্বর) রাবি টিএসসিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই আয়োজন।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসর- এর প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, রাবি ছাপাখানার প্রশাসক প্রফেসর মাহফুজুর রহমান আখন্দ, সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরির পরিচালক প্রফেসর এ বি এম হামিদুল হক সহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর এর কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আরিব মাহমুদ ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো. আবু হানিফ, কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর পরিচালক মো. আবু তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ ও শাখা উপদেষ্টা সভাপতি প্রফেসর মো. মতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টাবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, প্রাক্তন পরিচালক, সংগঠকবৃন্দ।

অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেন রংধনু শাখার পরিচালক শামীম আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রপথিক মুসাদ্দিক মুবিন নাবিল ও অগ্রপথিক ফারহান জামিল।

ফুলকুঁড়িদের পরিবেশনায় একক গান, আবৃত্তি, দলীয় গান পরিবেশনায় অনুষ্ঠানটি জমে ওঠে। অনুষ্ঠানের শেষাংশে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় (মাইন্ড ম্যারাথন সিজন-২, গণিত অলিম্পিয়াড, গান, আবৃত্তি, চিত্রাংকন, আদর্শ আসর) বিজয়ীদের সার্টিফিকেটসহ প্রায় ৮০টি পুরস্কার প্রদান করা হয়।