সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমান সময়ে জনগণের প্রত্যাশা—সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং মর্যাদাপূর্ণ নির্বাচন। নির্বাচন নিয়ে মানুষের মাঝে যে শঙ্কা রয়েছে, তা দূর করার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনেরই।
বুধবার দুপুরে বরিশালের একটি মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উৎসাহ দেখালেও উপদেষ্টামণ্ডলী ও প্রশাসনের মধ্যে অনাগ্রহ ছিল। বাকি সংস্কার বাস্তবায়নের জন্য নাগরিক সমাজকে চাপ সৃষ্টি করে এসব দাবিকে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করাতে হবে।
তিনি আরও বলেন, ইদানীং একাত্তর ও চব্বিশের আন্দোলনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা দেখা যাচ্ছে। যারা এমন প্রচেষ্টা করছেন, তাদের সঙ্গে আমরা নেই। কারণ মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং চব্বিশের গণঅভ্যুত্থান একে অপরের পরিপূরক।
প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় স্থানীয় রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনলাইন ভোটিং এবং বক্তব্যে তারা নানা অভিযোগ তুলে ধরেন। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তাহীনতা, মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা এবং সুশাসন নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ দরকার। সিপিডি জানায়, তারা দেশব্যাপী অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। এই নাগরিক পরামর্শ সভা সাতটি বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ জেলা সদরগুলোতেও অনুষ্ঠিত হচ্ছে।