• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আজান শুনে যে দোয়া পাঠে নবীজির শাফায়াত মিলবে

দোয়া

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
আজান শুনে যে দোয়া পাঠে নবীজির শাফায়াত মিলবে
সংবাদটি শেয়ার করুন....

আজান মুসলিম সমাজের দৈনন্দিন কর্মসূচীর অন্যতম প্রতীক। এই আজান শুনে দোয়া পাঠ করার বিরাট ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে।

জাবির ইবনে আবদুল্লাহ্ (রা.) হতে বর্ণিত। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পাঠ করে;

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّداً الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامَاً مَحمُوداً الَّذِي وَعَدْتَهُ

উচ্চারণ : আল্লাহুম্মা রববা হাজিহিদ দাওয়াতিত তাম্মাহ, ওয়াস সালাতিল কাইমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, ওয়াবআছহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআদতাহ।

অর্থ : “হে আল্লাহ, আপনি এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব। মুহাম্মদ (সা.)-কে (জান্নাতে প্রবেশের) মাধ্যম এবং (সবার মধ্যে বিশেষ) সম্মান দান করুন। তাঁকে প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।”

কিয়ামতের দিন সে আমার শাফায়াত লাভের অধিকারী হবে।