• ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জনসাধারণের সার্বিক নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না

নাসিম এ গুলশান সহকারী পুলিশ কমিশনার দক্ষিনখান জোন ডিএমপি ঢাকা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
জনসাধারণের সার্বিক নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিনখান জোনের সহকারী পুলিশ কমিশনার নাসিম এ গুলশান দৈনিক ভোরের সাথে একান্ত আলোচনায় বলেন, জনসাধারণের জানমালের ও সার্বিক নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, বিগত পাঁচই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের কারণে পুলিশ প্রশাসনের মনোবল কিছুটা স্থবির হয়ে পড়েছিল। দেশের সর্বত্রই যেন অস্থিরতা ও নিয়ন্ত্রণহীনতার মধ্যে চলছিল। কিন্তু বর্তমানে এ সংকট কেটে গেছে। পুলিশ প্রশাসন এখন যে কোন অপরাধ নির্মূল ও নিয়ন্ত্রণ করতে সক্ষম।


আমি ৫ই আগস্টের পরবর্তী পর্যায়ে দক্ষিণখান জোনে যোগদান করার পর আমার আওতাভুক্ত দক্ষিণখান ও উত্তরখান থানার কর্মকর্তা ও সদস্যদের মনোবল চাঙ্গা করতে তাদের সাথে মতবিনিময় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। বিশেষ করে প্রতিটি অপারেশন পরিচালনার ক্ষেত্রে আমি নেতৃত্বে থেকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করি।


ইতোমধ্যে অনেক চঞ্চল্যকর হত্যা মামলার আসামি, দুর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী সহ অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সরকারি পুলিশ কমিশনার নাসিম এ গুলশান বলেন, দক্ষিণখান ও উত্তরখান থানায় রাস্তাঘাটের উন্নয়ন কর্মকান্ডে চলমান, সেক্ষেত্রে অপরাধ সংঘটিত স্থানে দ্রুততম সময়ে পৌছতে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।


তারপরও আমার নেতৃত্বে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা যথেষ্ট আন্তরিকতা নিয়ে যথাস্থানে পৌঁছে অপরাধ নির্মূল ও নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। তিনি সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলেন, বর্তমানে পুলিশ প্রশাসনের প্রতিটি সদস্যের যে কোন অপরাধ নির্মূল ও নিয়ন্ত্রণের সক্ষমতা রয়েছে।


দক্ষিনখান ও উত্তরখান থানায় প্রতিনিয়ত টহল টিম কাজ করে যাচ্ছেন। এছাড়া বিট পুলিশিং কার্যক্রম চলমান। এক্ষেত্রে কোনো অপরাধীই কোথাও কোন অন্যায় অপরাধ সংগঠিত করে পার পাবে না।
আমরা অনেক দুর্ধর্ষ হত্যা মামলার আসামি এবং অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।


নাসিম এ গুলশান বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে। জনসাধারণকে সম্পৃক্ত করে আমরা অপরাধ নির্মূল ও নিয়ন্ত্রণ করতে চাই। এজন্য কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মধ্যে- উঠান বৈঠক সহ বিভিন্ন স্থানের স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা ও চলমান। এতে করে জনসাধারণ অপরাধ নির্মূল ও নিয়ন্ত্রণে সচেতন হচ্ছেন।

মাদক সংশ্লিষ্ট বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে। তারপরেও পুলিশ প্রশাসন এ বিষয়ে যথেষ্ট সচেতন ও কর্ম তৎপর। আমি ব্যক্তিগতভাবে এ বিষয়টি মনিটরিং করছি, যার ফলশ্রুতিতে মাদকবিরোধী অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে মামলা দেওয়া হচ্ছে। সর্বশেষ তিনি বলেন, জনসাধারণের সহায়তা নিয়ে অপরাধ নির্মূল ও নিয়ন্ত্রণ করে আমরা একটি সুশৃংখল রাষ্ট্র ও সমাজ গঠনে বদ্ধপরিকর।