• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে সমাবেশ, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ
প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে সমাবেশ, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি
সংবাদটি শেয়ার করুন....

প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে সমাবেশ করেছে বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্স। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবুল খায়ের লস্বর। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান, সাংবাদিক নেতা ও ইউরো বার্তা সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম, আইসা পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সেক্রেটারি মনিরুল ইসলাম, সাংবাদিক রাবেয়া আক্তার সুবর্না ও নয়ন মামুন, লন্ডন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্রী ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইডনি মুসলিম উদ্দিন, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হুসেন সুহেল ও সেক্রেটারি মো. আব্দুল মালিক হিমু, কার্যনির্বাহী সদস্য ফারিয়া মাহবুবা আলম, বন্ধন পরিচালক শিউলি গিয়াস, কমিউনিটি কর্মী আরিফুর রহমান, কমিউনিটি নেতা জিয়া উদ্দিন চৌধুরী, প্রবাসের আলো সম্পাদক ওমর ফারুক এবং ফরাসি ভাষায় বক্তৃতা দেন শুভেচ্ছা শেখ।

বক্তারা অভিযোগ করেন, গত ৫৪ বছরে কোনো সরকার প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে আন্তরিকতা দেখায়নি। অথচ রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রেখে যাচ্ছেন। তারা বলেন, প্রবাসীদের ভোটাধিকার বিষয়টি যদি আরও বিলম্বিত হয়, তবে তা হয়তো আর কখনোই বাস্তবায়িত নাও হতে পারে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ রাখার জোর দাবি জানান বক্তারা।

সমাবেশ শেষে সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্বরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্দেশে স্মারকলিপি প্রদান করে। দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম স্মারকলিপিটি গ্রহণ করেন।