• ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

এবার নসরুল হামিদ বিপুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১৪:৪৭ অপরাহ্ণ
এবার নসরুল হামিদ বিপুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস
সংবাদটি শেয়ার করুন....

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মধ্যে একটি ফোনালাপ ফাঁস হয়েছে। এতে বলা হচ্ছে, বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ওপর চাপানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ফোনালাপটি গত বছর ২৪ জুলাইকার—এমনই বর্ণনা প্রকাশিত হয়েছে প্রতিটি সংবাদসংস্থায়। ফাঁস হওয়া কথোপকথনে বিপু জ্বালানি বিল নিয়ে ‘একদিনে কাভার করে ফেলছি ২৪ লাখ’ বলে জানান এবং শেখ হাসিনা ওই তথ্যটি নিউজ করার নির্দেশ দেন। তারপর কথোপকথনে সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি-জামায়াতের উপর চাপিয়ে দেওয়ার ব্যাপারটি নিয়ে আলোচনা দেখা যায়।

ফোনালাপের ধারাবাহিকতায় বিপু বলছেন, তিনি সাংবাদিকদের নিয়ে সারাদিন ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখিয়েছেন; শেখ হাসিনা কথায় নির্দেশ দিচ্ছেন—‘থোরাসা হাদিয়া দে দো’—এমন কথাও পাওয়া গেছে প্রকাশিত কপি অনুযায়ী। কথোপকথনের এক পর্যায়ে শেখ হাসিনা উল্লেখ করছেন, ‘কাটলে বলবা তোদের বিদ্যুৎ বন্ধ করে দেব।’ ফাঁস হওয়া ওই কথাবার্তার অংশগুলো স্থানীয় সংবাদমাধ্যমে হুবহু দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বা অভিযুক্ত নেতৃবৃন্দের প্রতিক্রিয়া এখনো সরকারি কোনো বিবৃতিতে প্রকাশিত হয়নি; ফলে ঘটনাটির সত্যতা ও প্রেক্ষাপট যাচাই-বাছাই প্রয়োজন—এমনই মন্তব্য করেছেন কয়েকটি স্বাধীন সংবাদমাধ্যম ও বিশ্লেষকরা। leaked কল সংবলিত রিপোর্টগুলো আন্তর্জাতিক ও স্থানীয় মুদ্রণে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।