• ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তরে হারিয়েছি আজকেও হারাব : চমক

বিনোদন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১৪:৪৭ অপরাহ্ণ
একাত্তরে হারিয়েছি আজকেও হারাব : চমক
সংবাদটি শেয়ার করুন....

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্পসময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায়ই বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন।

আজ চমক লিখছেন ক্রিকেট ম্যাচ নিয়ে। রাতে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। চমকের প্রত্যাশা, আজ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ।

নিজের ফেসবুক পোস্টে চমক লেখেন, ‘৭১ এ হারাইছি, আজকেও হারাবো।’ এরপর তিনি উল্লেখ করে দেন, বাংলাদেশ বনাম পাকিস্তান। অর্থাৎ আজকের ম্যাচ নিয়েই এমন ভবিষদ্বানী করলেন অভিনেত্রী।

এদিকে, চমকের পোস্টে মন্তব্য করেছেন অসংখ্য অনুরাগী। কেউ লিখেছেন, ‘আজ জিতবে ইনশাআল্লাহ।’ কারো মন্তব্য, ‘বাঁচা মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজকে হারাতেই হবে। পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলব।’ কেউ আবার পাল্টা খোঁচা দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ আর পাকিস্তান এখন একই আলাদা কিছু নেই।’

আজ এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আজ জিতলেই ফাইনাল নিশ্চিত। অন্যদিকে পাকিস্তান জিতলে তারাই যাবে ফাইনালে। প্রথম দল হিসেবে ইতিমধ্যেই ভারত পৌঁছে গেছে ফাইনালে।