• ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। ব্যাট এবং বলে দীর্ঘ সময় শুধু দেশের ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটেও রাজত্ব করেছেন তিনি। তবে এবার হয়তো জাতীয় দলের জার্সিতে সাকিব অধ্যায় শেষ হয়ে আসছে।

কারণ, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কঠোর মন্তব্যের পর এমন আভাস মেলেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশের জনপ্রিয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন, সাকিবকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে সাকিব ও আসিফের মধ্যে পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল। এর মধ্যেই ক্রীড়া উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত দিয়ে বলেন, ‘তাকে (সাকিবকে) বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়ার কোনো সুযোগ নেই। এতদিন বিসিবিকে না বললেও এখন স্পষ্ট নির্দেশনা থাকবে—সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।’

কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘যতবার তিনি (সাকিব) দেশে এসে খেলতে চেয়েছেন, বলেছেন তাকে জোর করে মনোনয়ন দেওয়া হয়েছিল। রাজনীতির সঙ্গে জড়িত নন, শুধু এমপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন এলাকার মানুষের জন্য কাজ করতে। কিন্তু আসল সত্য হলো, তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত, যার প্রমাণ আমরা পেলাম।’

এখানে প্রমাণ হিসেবে আসিফ মাহমুদ উল্লেখ করেন সাকিবের একটি ফেসবুক পোস্টের কথা। গত রোববার রাত ৯টার দিকে ফেসবুকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তার সঙ্গে একটি ছবি পোস্ট করেন সাকিব। ওই পোস্টেই লেখেন, ‘শুভ জন্মদিন, আপা।’ মূলত এই পোস্টের পর থেকেই শুরু হয় সাকিব-আসিফের ভার্চুয়াল দ্বন্দ্ব।

তবে এর আগে ঘটে যাওয়া ঘটনাগুলোও প্রাসঙ্গিক। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাকিব ছিলেন দেশের বাইরে। এরপর থেকে আর দেশে ফেরা হয়নি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদে নির্বাচিত এই সংসদ সদস্যের। তার বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার কেলেঙ্কারির অভিযোগ এবং দুদকের মামলাও রয়েছে।