• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ১৫:৩৭ অপরাহ্ণ
আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ৭০৩ মিডিয়াম ওয়ার্কশপ, ইএমই’র ব্যবস্থাপনায় শুক্রবার ঢাকা সেনানিবাসে ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ, ইএমই’র মসজিদে আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫ এর এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জিওসি ও লজিস্টিকস্ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন এবং বরিশাল অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

গত ২ মার্চ শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।