• ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণে নৌবাহিনী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক,যশোর
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
বেনাপোলে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণে নৌবাহিনী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর
সংবাদটি শেয়ার করুন....

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভায় RUTDP প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কাজের জন্য ১১ কোটি ৯৯ লক্ষ টাকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল পৌরসভা মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিটি স্বাক্ষরিত হয় বেনাপোল পৌরসভা ও বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ এর মধ্যে। প্রকল্পের আওতায় বেনাপোল পৌর ভবন–বাহাদুরপুর রোড, বড় আঁচড়া–দৌলতপুর রোড এবং বড় আঁচড়া–ছোট আঁচড়া লিংক রোড বিটুমিনাস করণসহ ড্রেন নির্মাণ ও আধুনিক স্ট্রিট লাইট স্থাপন করা হবে।

চুক্তি স্বাক্ষরের পাশাপাশি আজ এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

মোঃ রেজাউল ইসলাম আমির, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল থানা

মোঃ নাজিম উদ্দিন, সভাপতি, বেনাপোল পৌর বিএনপি

মোঃ আব্দুল মান্নান, প্রাক্তন প্রধান শিক্ষক, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়

মোঃ কামরুজ্জামান শান্তি (প্রিন্সিপাল), বেনাপোল ডিগ্রী কলেজ

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখযোগ্য যে, দীর্ঘদিন ধরে উল্লিখিত রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। স্থানীয়দের ভোগান্তি লাঘব এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়ন হলে বেনাপোলের অবকাঠামোগত উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।