• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১৩:৩৩ অপরাহ্ণ
শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান
সংবাদটি শেয়ার করুন....

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জমিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ দ্রুত কার্যকর করা হবে।

এর আগে, বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মিজ জাকিয়া খানমকে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।